আমেরিকায় লাখ মানুষ করোনার মৃত্যু ঝুঁকিতে
সুলতানা রহমান, নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক, ফেসবুক টাইমলাইন থেকে, হেলথ নিউজ | ৩০ মার্চ ২০২০, ১৩:০৩ | আপডেটেড ৩০ মার্চ ২০২০, ০১:০৩
এক লাখ মানুষ আমেরিকায় মারা যেতে পারে করোনা আক্রান্ত হয়ে! এবং তা আগামী দুই সপ্তাহে। হোয়াইট হাউসের করোনা ভাইরাস সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান ডা. এন্থনি ফাউচি জানিয়েছেন সব তথ্য উপাত্ত বিশ্লেষন করে।
এই মূহুর্তে অ্যামেরিকানদের কাছে সবচেয়ে বিশ্বস্ত এবং আস্থাভাজন দুজনের একজন ডা. ফাউচি এবং নিউ ইয়র্কের গভর্নর এ্যান্ড্রু কুউমো। দুজনই সপ্তাহ দুয়েক ধরে ভীষন উদ্বিগ্ন।
দুজনই বলছেন, ভাইরাসটি প্রতিরোধে করণীয় সিদ্ধান্ত নিতে দেরি হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ভাইরাসটিকে গুরুত্ব দেননি। টেলিভিশনে আজ তাকেও দেখলাম ভিষণ উদ্বিগ্ন। এক লাখ মানুষ কেবল অ্যামেরিকায় মারা যাবে!!!! ভাইরাসটি অ্যামেরিকায় কোনো বয়স মানছেনা।
ষাটোর্ধো এবং অসুস্থ বা রোগ প্রতিরোধে দুর্বল মানুষের জন্য এতোদিন ঝুকিপূর্ণ ছিলো; কিন্তু এখানে অনেক তরুন শিশু কিশোরও আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে।
সবাই তো আমাকে সাহসিই বলে; নিউ ইয়র্কে ভাইরাসটি সংক্রমনের কেন্দ্রস্থল কুইন্সে বসে আমারও কি একটু ভয় লাগছেনা ? এক লাখ মানুষ মারা যাবে! যুদ্ধক্ষেত্রে একটা অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই করা কঠিন, আরো কঠিন যখন নিজের হাতদুটোকেও বিশ্বাস করা যায়না।
করোনা আক্রান্ত হয়ে যদি এক লাখ মানুষের মৃত্যু হয়, সমপরিমান মানুষের মৃত্যুর আশংকা রয়েছে মানসিক স্বাস্হ্য অবনতির আশংকা থেকে। আত্বহত্যা বিষন্নতা এক্সাইটি এসবই বেড়ে যাচ্ছে হু হু করে। আর অর্থনৈতিক ধ্বস ? গেলো দুই সপ্তাহ গোটা দেশ প্রায় অচল।
এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত এমনই থাকবে। এতোদিন ঘরে বন্দী থাকলে সুস্থ মানুষও অসুস্থ বোধ করবে। অনেকেই অসুস্থ হয়ে পরবে মানসিক ভাবে। অর্থনীতির চাকা শিগগিরই সচল হওয়া দুরাশা।
বিষয়: special5
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?