কুমিল্লা মেডিকেলে চিকিৎসকদের শাটডাউন, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১১ মার্চ ২০২৫, ২০:০৩ | আপডেটেড ১১ মার্চ ২০২৫, ০৮:০৩

16-07-23-Post_Graduate_Private_Trainee_Physician_Shahbag-5

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নসহ অন্যান্য চিকিৎসকেরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছেন।

কর্মসূচি চলাকালে হাসপাতালের বহির্বিভাগসহ অন্যান্য বিভাগগুলো ছিল পুরোপুরি বন্ধ (কমপ্লিট শাটডাউন)। এতে দুরদুরান্ত থেকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।

মঙ্গলবার সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কর্মবিরতি পালন করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন চিকিৎসকরা। এ সময় চিকিৎসকরা পাঁচটি দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

দাবিগুলোর মধ্যে রয়েছে, এমবিবিএস ও বিডিএস ব্যতিত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না। ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করতে হবে। স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করতে হবে। মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও নিন্মমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। একই দাবিতে আগামীকাল বুধবারও একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পাঁচ দফা দাবির বাইরে ‘ডাক্তার’ পদবি ব্যবহার-সংক্রান্ত রিটের রায় ঘোষণাকে কেন্দ্র করে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজশিক্ষার্থীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। ১২ মার্চ এ রায় ঘোষণার তারিখ রয়েছে। মূলত এই রায়কে কেন্দ্র করে গতকাল সোমবার থেকে চিকিৎসকদের কর্মবিরতি চলছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন কমপক্ষে এক হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন। কুমিল্লা ছাড়াও আশপাশের পাঁচ-ছয়টি জেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসেন রোগীরা। আজ সকালে ইন্টার্নসহ অন্যান্য চিকিৎসকরা বহির্বিভাগের ফটকে তালা বুলিয়ে দিয়ে কর্মবিরতি পালন শুরু করে। এদের চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন দূরদূরান্ত থেকে আগত রোগীরা।

এর আগে গতকাল হাসপাতালের সহকারী পরিচালক নিশাত সুলতানা স্বাক্ষরিত এক বিশেষ বিবৃতিতে জানানো হয়, সারা দেশে সব মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষণ করে পূর্ণাঙ্গ রায় ও পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ১০ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ইন্টার্ন চিকিৎসক এবং ট্রেইনি চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সব সরকারি চিকিৎসককে নিজ নিজ বিভাগের সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, জরুরি সেবা (অবস ভর্তি, ক্যাজুয়েলিটি, সিসিইউ, আইসিইউ) চলমান থাকবে।

এ প্রসঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো.শাহজাহান বলেন, আজসহ দুইদিন এই কর্মসূচি পালন করেছেন ইন্টার্নসহ অন্যান্য চিকিৎসকরা। আগামীকাল বুধবারও একই কর্মসূচি পালন করা হবে। যেই সময়টাতে মানুষ চিকিৎসা নেয়, আজ সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত বহির্বিভাগসহ অন্যান্য বিভাগগুলো ছিল কমপ্লিট শাটডাউন। এ কারণে চিকিৎসা নিতে আসা মানুষজন সমস্যায় পড়েছেন। তবে জরুরি বিভাগসহ কয়েকটি বিভাগ চালু ছিল।

বহির্বিভাগে জেলার মনোহরগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা রোগী আঞ্জুমান আক্তার বলেন, ‘এটা কেমন কথা। রোগীদের জিম্মি করে আন্দোলন করছে চিকিৎসকরা। এভাবে আর কতদিন চলবে? শত শত মানুষ চিকিৎসার জন্য এসে উল্টো দুর্ভোগে পড়েছেন।’

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

রোহিঙ্গাদের খাদ্যসহায়তা বরাদ্দ কমছেনা

দুদিন পর বাসায় যেতে পারবেন তামিম

হার্ট অ্যাটাক: যে ৬টি লক্ষণে সচেতন হবেন

পুরোপুরি শঙ্কামুক্ত নন তামিম ইকবাল

চিকিৎসকদের জন্য ‘বাংলাদেশ হেলথ সার্ভিসেস’ প্রতিষ্ঠার সুপারিশ করবে সংস্কার কমিশন

ঈদের ছুটিতে হাসপাতালে সেবা দিতে ১৬ নির্দেশনা

কোলোরেক্টাল ক্যানসার: কোন লক্ষণে সতর্ক হবেন

নার্সিংয়ে ভর্তি, আবেদন ও পরীক্ষার তারিখ পরিবর্তন

টঙ্গীতে চালু হলো ‘সুখী সেবা কেন্দ্র’

মশা নিয়ন্ত্রণে থাকবেন সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদল

চিকিৎসক নিয়োগে আসছে বিশেষ বিসিএস

ভিটামিন-এ প্লাস: পাবে সোয়া ২ কোটি শিশু

বিশ্বের সবচেয়ে দূষিত ২০ শহরের ১৯টিই এশিয়ার

৪১ জেলায় নতুন সিভিল সার্জন

রোজা রেখে পর্যাপ্ত ঘুমানো জরুরি

ইফতারে রাখুন টক দইয়ের খাবার

হত্যার হুমকি সাংবাদিক বোরহানুল হককে

বিএসএমএমইউয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

পার্কিনসনের চিকিৎসায় নতুন আশা

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3