চট্টগ্রামে হাসপাতাল ধর্মঘট স্থগিত
চট্টগ্রাম প্রতিনিধি, হেলথ নিউজ | ৯ জুলাই ২০১৮, ১৫:০৭ | আপডেটেড ৯ জুলাই ২০১৮, ১০:০৭
প্রশাসনের আশ্বাসে চট্টগ্রামে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির ডাকা ধর্মঘট ২০ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে।
প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান সোমবার দুপুরে ধর্মঘট তুলে নেওয়ার এই ঘোষণা দেন।
তিনি বলেন, “প্রশাসন ও বিএমএ নেতৃবৃন্দের সঙ্গে আমাদের আলাচনা হয়েছে। তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের ধর্মঘটের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। এখন আমরা হাসপাতাল খুলে দিয়ে স্বাস্থ্যসেবা শুরু করব।”
শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে চিকিৎসক ও সাংবাদিকদের মুখোমুখি অবস্থানের মধ্যে রোববার নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
অনিয়মের প্রমাণ পাওয়ায় ম্যাক্স হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালত ১০ লাখ টাকা জরিমানা করার পর বেসরকারি হাসপাতালগুলো বন্ধ করে দেয় প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সাধারণ সম্পাদক ও ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খানের ওই ঘোষণার পর বিকাল থেকে দুর্ভোগ পোহাতে হয় রোগীদের।
বিষয়: special2
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?