দেশে এক দিনেই ১৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৭ মে ২০২০, ২১:০৫ | আপডেটেড ৭ মে ২০২০, ০৯:০৫
দেশে একদিনেই নভেল করোনা ভাইরাসে ১৩ জনের মৃত্যুর মধ্য মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৯ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৪২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস আক্রান্তের সবশেষ পরিসংখ্যান তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন, এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৯১০ জন।
তবে স্বাস্থ্য বুলেটিনে মৃতের তথ্য না জানালেও পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গত ২৪ ঘণ্টার মৃতের পরিসংখ্যান জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী। তাদের মধ্যে ৬ জন ঢাকার, ৩ জন ঢাকা বিভাগের অন্য জেলার এবং ৪ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।
তাদের মধ্যে ৬ জনের বয়স ৬০ বছরের বেশি, ৪ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ২ জন ৪১-৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১-২০ এর মধ্যে। ১১-২০ বছরের যিনি মারা গেছেন, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন,গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৪টি ল্যাবে মোট ৫ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এ পর্যন্ত ৫ লাখ ৫ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করেছে।
কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার কেন্দ্রের তালিকায় নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র যুক্ত হয়েছে বলে জানান তিনি।
অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে আনা হয়েছে ১০৭ জনকে; সারা দেশে এখন আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৭৭১ জন। হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৩৩১ জন।
বাংলাদেশে কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ও অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করার সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও পেশার জন্য ‘করোনা থেকে বাঁচি, স্বাস্থ্য বিধি মেনে চলি’ শিরোনামে স্বাস্থ্য অধিদপ্তর একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে স্বাস্থ্য বুলেটিনে জানান নাসিমা সুলতানা।
তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত একদল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চীন ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের কারিগরি পরামর্শ নিয়ে এ নির্দেশনাগুলো প্রস্তুত করেছেন।
বিষয়: special
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?