দেশে নতুন আক্রান্ত দুজন ভালো আছেন
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৪ মার্চ ২০২০, ২২:০৩ | আপডেটেড ১৫ মার্চ ২০২০, ০৯:০৩
বাংলাদেশে নতুন করে আরো যে দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা বর্তমানে ভালো আছেন। এদের একজন ইতালি এবং অন্যজন জার্মানি থেকে দেশে এসেছেন।
রোববার সচিবালয়ে আন্ত:মন্ত্রনালয়ের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমের কাছে এ তথ্য জানান। এর আগে শনিবার রাতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা দুজন আক্রান্তের খবর নিশ্চিত করেন।
দুজন আগেই দেশে এসেছেন জানিয়ে ইনস্টিটিউটের পরিচালক বলেন, তাদের একজন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। একজনের লক্ষণ-উপসর্গ দেখা দেওয়ার পর তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।
এদিকে রোববার দুপুরের নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর-ও জানিয়েছে, দেশে এ মুহুর্তে ২ হাজার ৩১৪ জন হোম কায়ারেন্টাইনে আছেন। এরমধ্যে ১০ জন আছেন আইসোলেশনে। তবে তিনি জানান, বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে থাকা অনেকেই যথাযথভাবে নিয়ম মানছেন না।
এর আগে গত ৮ মার্চ তিনজনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানায় আইইডিসিআর। ওই তিনজনের দুইজন ছিলেন ইতালি প্রবাসী, অপরজন ছিলেন তাদের একজনের স্ত্রী। সচিবালয়ের বৈঠক শেষে জানানো হয়, আগের আক্রান্ত ৩ জনের সবাই এখন সুস্থ আছেন।
ইতালিতে করোনাভাইরাস ব্যাপক মাত্রায় ছড়িয়েছে। চীনে এই রোগ প্রথম দেখা দিলেও ইউরোপের এই দেশটি থেকেই তা বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।
এদিকে ইতালি থেকে শনিবার আসা ১৪২ জনকে বাধ্যতামূলকভাবে আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে পরে রাতে তাদের নিজেদের ঘরে ফিরে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার অনুমতি দেওয়া হলে প্রশাসনের সহায়তায় যার যার বাড়ি ফেরেন।তবে ইতালিসহ বিদেশ ফেরত আরো ২১০ জনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হজক্যাম্পে নেয়া হয়।
এদিকে রোববার সচিবালয়ের আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ মুহুর্তে স্কুল-কলেজ বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে এ বিষয়ে সচেতনা থাকতে শিক্ষামন্ত্রণালয়কে বেশকিছু পরামর্শ দেয়া হয়েছে।
বিষয়: special2
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?