পুরুষত্বহীনতায় বিচ্ছেদ বাড়ছে?
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৮ নভেম্বর ২০১৮, ১০:১১ | আপডেটেড ১৪ নভেম্বর ২০১৮, ০৯:১১
একটি রিট আবেদনে পক্ষে হাই কোর্টের আদেশ পাওয়ার পর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বিভিন্ন সিটি কর্পোরেশনের সালিশি পরিষদের তথ্য উদ্ধৃত করে বলেছেন, দেশে বিবাহ বিচ্ছেদে নারীদের অভিযোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে পুরুষদের অক্ষমতা।
পুরুষদের এই অক্ষমতার জন্য মাদকাসক্তিকে দায়ী করেন তিনি।
অ্যাডভোকেট একলাছ উদ্দিন বলেন, দেশে মাদকাসক্তের সংখা প্রায় ৭০ লাখ। বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ এই মাদকাসক্তি। হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনে অনেকের পুরুষত্ব পুরোপুরি নষ্ট হয়ে যায়।
চাকরিতে যোগদান ও বিয়ের আগে বর-কনের রক্তে থ্যালাসেমিয়া ও মাদকের অস্তিত্ব পরীক্ষা করার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদনের পক্ষে হাই কোর্টে শুনানি করেন এই আইনজীবী।
গত ৫ জুলাই রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী। সোমবার এ্র প্রাথমিক শুনানি নিয়ে আদেশ দেয় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ।
আদেশে বিয়ে ও চাকরির আগে মেডিকেল সার্টিফিকেট দাখিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ও পুলিশ মহাপরিদর্শককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিয়ের আগে বর-কনের রক্তে থ্যালাসেমিয়া ও মাদকের অস্তিত্ব আছে কি না, তা পরীক্ষা করে মেডিকেল সার্টিফিকেট দাখিল বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয় রিট আবেদনে।
থ্যালাসেমিয়া নিয়ে অ্যাডভোকেট একলাছ বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১০ ভাগ অর্থাৎ প্রায় দেড় কোটি নারী-পুরুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। আর তাদের মাধ্যমে প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ হাজার শিশু এ রোগ নিয়ে জন্ম নিচ্ছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, “রক্তে থ্যালাসেমিয়া বা মাদকের অস্তিত্ব আছে কি না, বিয়ের আগে তার পরীক্ষা এবং চাকরিতে যোগ দেওয়ার আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে রুল জারি করেছে আদালত। আমি মনে করি বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা আসা উচিৎ।”
বিষয়: special4
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?