পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বাড়ল
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৬ জুলাই ২০২৩, ২১:০৭ | আপডেটেড ১৬ জুলাই ২০২৩, ০৯:০৭
আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ রোববার সাংবাদিকেদের এ তথ্য জানান।
তিনি বলেন, “তাদের দাবির প্রেক্ষিতে ভাতা আরও ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাদের ভাতা বাড়াতে মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন।”
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশিদ বলেন, গত বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ বিষয়ে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।
“আজ কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের ভাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।”
মাসিক ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা এবং প্রাপ্য ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে গত ৮ জুলাই থেকে কাজ বন্ধ রেখে আন্দোলন করে আসছিলেন বিএসএমএমইউ এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।
ভাতা বৃদ্ধির যে ঘোষণা এসেছে, তাতে সন্তষ্ট নন জানিয়ে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, “এই ২৫ হাজার টাকার জন্য আমরা আন্দোলন করিনি। এর আগে ২০২০ সালে সিন্ডিকেটের সভায় আমাদের ৩০ হাজার টাকা পাস হয়েছিল।”
বাংলাদেশে বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের ভাতা দেওয়া শুরু হয় ২০১০ সালে। সে সময় মাসিক ভাতা ছিল ১০ হাজার টাকা। পরে ২০১৮ সালে তা বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়।
বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাতা বাড়ানোর পাশাপাশি তা নিয়মিত দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন চিকিৎসকরা।
এই দাবি নিয়ে গত মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন পাঁচ শতাধিক চিকিৎসক।
এরপর ৮ জুলাই থেকে তারা কর্মবিরতি শুরু করেন এবং ৯ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন কর্মসূচি পালন করেন। ১০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে আসেন চিকিৎসকদের একটি প্রতিনিধি দল।
কিন্তু এরপরও দাবি পূরণের প্রতিশ্রুতি না পেয়ে রোববার শাহবাগে বিক্ষোভ করেন চিকিৎসকরা। সকাল থেকে বিকাল পর্যন্ত বিক্ষোভ দেখানোর পর বিএসএমএমইউ উপাচার্যের আশ্বাসে তারা শাহবাগ ছাড়েন।
বিষয়: special1
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?