বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসায় দেবী শেঠী
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৪ মার্চ ২০১৯, ২০:০৩ | আপডেটেড ৬ মার্চ ২০১৯, ১২:০৩
বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করেছেন ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠী।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই প্রশংসা করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসা নিয়ে এ প্রশংসা আসে দেবী শেঠীর কাছ থেকে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, “দেবী শেঠী বলেছেন, বাংলাদেশের ডাক্তাররা খুবই ভালোভাবে চিকিৎসা করেছেন, উন্নয়নশীল দেশে এর থেকে বেশি আশা করা যায় না।”
দেবী শেঠীর সঙ্গে পরামর্শ করে ঢাকার বিএসএমএমইউর চিকিৎসকরা ওবায়দুল কাদেরকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত দিলে সোমবার বিকালেই তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে।
হৃদরোগে আক্রান্ত কাদেরকে দেখতে দুপুরে ঢাকায় আসেন দেবী শেঠী। বিএসএমএমইউতে কাদেরকে দেখে আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ভারতের এনএইচ রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিয়াক সায়েন্সের প্রতিষ্ঠাতা।
ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য দ্রুত বাংলাদেশে আসায় দেবী শেঠীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে আপনার মতামত জানার জন্য অপেক্ষা করছি।”
দেবী শেঠী বলেন, “যখনই আপনি ডাকবেন, তখনই আমি চলে আসব।”
বাংলাদেশের মেডিকেল শিক্ষা নিয়েও দেবী শেঠীর সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। ডা. দেবী শেঠীর ১৫ হাজারের বেশি অস্ত্রোপচার করার অভিজ্ঞতা রয়েছে। স্বল্প খরচে হৃদরোগের চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়ে আলোচিত এই চিকিৎসককে ২০১২ সালে পদ্মভূষণ খেতাবে ভূষিত করে ভারত সরকার।
বিষয়: special2
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?