মৃত্যু ছাড়ালো ২০০ আক্রান্ত ৪ দিনেই প্রায় ৩ হাজার
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৮ মে ২০২০, ১৫:০৫ | আপডেটেড ৮ মে ২০২০, ০৩:০৫
দেশে টানা ৪দিন করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা ৭শর উপরেই রইলো। আর তাই শুধু ৪ দিনেই আক্রান্তের সংখ্যা বাড়লো ২ হাজার ৯৯১ জনে। অন্যদিকে দেশে মৃত্যু ছাড়ালো ২শ’র ঘরও।
স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের অনলাইন ব্রিফিংয়ে জানালো হয়, গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০৯ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৪১ জনের।
এ সময় জানানো হয়, করোনা আক্রান্তে আরো ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯১ জন। সব মিলিয়ে সংখ্যাটা এখন ২ হাজার ১০১ জন। ফলে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা ১ লাখ ১১ হাজার ৪৫৪ জনের মধ্যে এ নিয়ে দেশব্যাপি আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়ালো।
দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ সময় এসব তথ্য জানান।
দেশে এখন পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৭৯০ জন। গত মঙ্গলবারের পর সংখ্যাটা আর ৭শ’র নিচে নামেনি। আক্রান্ত এসব রোগির অধিকাংশই রাজধানী ও ঢাকার জেলার বাসিন্দা। এরপরেই আক্রান্তে ২য় সর্বোচ্চ হয়ে আছে পাশের জেলা নারায়ণগঞ্জ।
নাসিমা সুলতানা জানান মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। তাদের বয়স ২ জনের ৭১ থেকে ৮০, একজনের ৯০-এর বেশি। বাকি ৪ জনের বয়সই ৫০ এর উপরে।
এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ঠেকেছে ২ লাখ ৭০ হাজার। করোনার ওয়ার্ল্ড মিটার অনুযায়ি সারাবিশ্বে আক্রান্ত এখন ৩৯ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।
বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে ৭৬ হাজার ৯৪২ জন। এবং ২য় মৃত্যুর দেশ এক সময় পৃথিবী শাসন করা যুক্তরাজ্য, যার মৃতের সংখ্যা ৩০ হাজার ৬১৫ জন।অবশ্য সারাবিশ্বেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় সাড়ে ১৩ লাখ মানুষ।
বিষয়: special
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?