রামেকে যুক্ত হচ্ছে আরও ৫টি বিভাগ
তারেক মাহমুদ, রাজশাহী প্রতিনিধি, হেলথ নিউজ | ৪ জানুয়ারি ২০১৯, ০১:০১ | আপডেটেড ৪ জানুয়ারি ২০১৯, ০১:০১
রাজশাহী মেডিকেল কলেজে আরও পাঁচটি বিভাগ যুক্ত হচ্ছে।
এগুলো হচ্ছে, ক্যাজুয়ালটি, অ্যান্ডোক্রাইন, সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, কলোরেক্টায়ারি সার্জারি ও সার্জিক্যাল অনকোলজি বিভাগ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুন এই বিভাগ খোলার অনুমোদন দিয়েছে।
এসব বিভাগে একজন করে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। নিয়োগকৃতদের অবশ্যই বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত হতে হবে।
রামেক অধ্যক্ষ অধ্যাপক নওশাদ আলী হেলথ নিউজকে বলেন, মন্ত্রণালয়ের মঞ্জুরিপত্র অনুযায়ী দেশের ১৪টি বিদ্যমান ও নতুন মেডিকেল কলেজে ১৩১টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মাঝে রাজশাহী মেডিকেল কলেজের নতুন পাঁচটি বিভাগে ১০টি পদ রয়েছে।
অধ্যক্ষ বলেন, “পাঁচটি বিভাগ সংযুক্ত হওয়ার ফলে এ প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারে নতুন দিক উন্মোচিত হল। কয়েক বছরের মধ্যেই বিভাগগুলো বাস্তবায়ন করা হবে। এ জন্য অচিরে জনবলও পাওয়া যাবে।”
বিভাগগুলো চালু হলে চিকিৎসা সেবার মান আরও বাড়বে বলে জানান তিনি।
বিষয়: special2
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?