রেকর্ড মৃত্যুর দিনে সর্বোচ্চ রোগী
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৩ মে ২০২০, ১৯:০৫ | আপডেটেড ১৩ মে ২০২০, ০৭:০৫
একদিনেই রেকর্ড ১৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯ জনে।
গত ২৪ ঘণ্টায় ৭৯০০টি নমুনা পরীক্ষা করে আরও ১ হাজার ১৬২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৮২২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, গত একদিনে যে ১৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তাদের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী।
তাদের মধ্যে ১৩ জন ঢাকা মহানগরীর বাসিন্দা ছিলেন। আর একজন নারায়ণগঞ্জের, একজন মুন্সীগঞ্জের, একজন নড়াইলের, দুইজন চট্টগ্রামের এবং একজন কুমিল্লার।
অধ্যাপক নাসিমা জানান, এই ১৯ জনের মধ্যে ১০ বছরের কম বয়সী একটি কন্যা শিশুও রয়েছে। এছাড়া ৫ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরেরর মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।
বুলেটিনে জানানো হয়, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আরও ২১৪ জন গত এক দিনে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩ হাজার ৩৬১ জন সুস্থ হয়ে উঠলেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৫০ জনকে, বর্তমানে আইসোলেশনে আছেন মোট ৩ হাজার ৪৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় ৪১টি ল্যাবে ৬ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় নতুন করে যুক্ত হয়েছে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ঢাকার ইবনে সিনা হাসপাতাল ও প্রাভা হেলথ।
বিষয়: special
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?