লাখ পার হলো আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৮ জুন ২০২০, ১৮:০৬ | আপডেটেড ১৮ জুন ২০২০, ০৭:০৬
চীনকে ছাড়ানোর পর এবার কানাডাকেও পিছনে ফেললো বাংলাদেশ। সংক্রমণের দিক থেকে এ দুটি দেশকে পিছনে ফেলে বিশ্বের মধ্যে আক্রান্তের হিসেবে বাংলাদেশ এখন ১৭তম, যার করোনাভাইরাস শণাক্ত রোগির সংখ্যা ১ লাখ ২ হাজার ২৯২ জন। আর গত ২৪ ঘন্টায় ৩৮ প্রাণহানিসহ দেশে মোট মারা গেলেন ১ হাজার ৩৪৩ জন।
গত ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঠিক ৩ মাসের মাথায় দেশে শনাক্তের সংখ্যা লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর নতুন সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৫ জন।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা করোনাভাইরাসে দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন ।
নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। মৃতদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে নতুন সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। এ নিয়ে মোট ৪০ হাজার ১৬৪ জন সুস্থ হয়েছেন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৬১টি ল্যাবে ১৭ হাজার ৩৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ২৫৯ জনের। এতে ৩ হাজার ৮০৩ জনের করোনা শনাক্ত হয়। গতকাল (১৭ জুন) একদিনে সর্বোচ্চ ১৮ হাজার ৯২২জনের নমুনা সংগ্রহ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ পর্যন্ত ৫ লাখ ৬৭ হাজার ৫০৩ জনের করোনা পরীক্ষা করে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জনে।
এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বলছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে মারা গেছে ৪ লাখ ৫১ হাজারের বেশি। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৪ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ।
দক্ষিণ এশিয়ায় সার্কভুক্ত প্রতিবেশী দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৭০৫ জন। মারা গেছেন ১২ হাজার ২৮০ জন, পাকিস্তানে নতুন ৫,৩৫৮ জনসহ সংক্রমিত ১ লাখ ৬০ হাজার ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় ১১৮ জনসহ মোট মৃত্যু ৩ হাজার ৯৩ জনের। এশিয়ার ৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। এর আগে রয়েছে ভারত, ইরান, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব।
বিষয়: special
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?