স্বাস্থ্যমন্ত্রীর ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৬ জানুয়ারি ২০১৯, ২০:০১ | আপডেটেড ১৭ জানুয়ারি ২০১৯, ১১:০১
দায়িত্ব নেওয়ার পর আগামী ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এই কর্মসূচি বাস্তবায়নে দুর্নীতি দূর করতে স্বাস্থ্যখাতের সব জায়গায় শুদ্ধি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেন পাঁচ বছর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পর এবার পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া জাহিদ মালেক।
তিনি বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকির প্রক্রিয়া চালু করা হচ্ছে; বিশেষ করে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, জনবল উপস্থিতি এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়গুলো কঠোর নজরদারির আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে মনিটরিং নেটওয়ার্ক তৈরি করা হবে।”
কর্মসূাচির আওতায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঠ পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন। স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠান ও কার্যক্রমসমূহ সরেজমিনে পরিদর্শন করবেন।
জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে যথাযথ প্রচার কার্যক্রম গ্রহণ করা হবে। সব হাসপাতালে সহজে দৃশ্যমান সাইনবোর্ডসহ নিওন সাইনবোর্ড স্থাপন করা হবে। প্রতিটি হাসপাতালে সেবার মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হবে।
হাসপাতালে সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহীতারা যেসব সমস্যায় পড়বেন তা নিরসনে সেবাগ্রহীতাদের পরামর্শ নেওয়ার জন্য মন্ত্রীর নির্দেশক্রমে ইতিমধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি অভিযোগ কর্নার তৈরি করা হয়েছে।
‘১০০ দিনের কর্মসূচি’ ঘোষণাকালে মন্ত্রী ল্যাপটপের সাহায্যে অভিযোগ কর্নারটি সাধারণের জন্য উন্মুক্ত করেন।
১০০ দিনের কর্মসূচির আওতায় ১২টি কর্মপরিকল্পনা ঘোষণা করে সেগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্বের অন্যতম আধুনিক হাসপাতালে রূপান্তর করার কাজ হাতে নেওয়া হয়েছে। এ হাসপাতালকে ৫ হাজার শয্যায় উন্নীত করা এবং দেশের প্রতিটি বিভাগীয় শহরে ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল এবং জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে ১০ শয্যার কিডনি ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিষয়: special5
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?