চালু হচ্ছে প্রথম স্কিন ব্যাংক
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৯ | আপডেটেড ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গড়ে ওঠা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চালু হতে যাচ্ছে দেশের প্রথম স্কিন ব্যাংক।
শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে প্রতিষ্ঠানটির বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা জানাতে শনিবার এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ইন্সটিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন।
তিনি বলেন, “বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন স্কিন ব্যাংক সুবিধা চালু হতে যাচ্ছে এখানে, ফলে এই প্রতিষ্ঠান বেশি পোড়া রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এটি যুগান্তকারী ভূমিকা পালন করবে।”
স্কিন ব্যাংকে মৃতব্যক্তির চামড়া বা ত্বক সংরক্ষণ করা হয়। সেই চামড়া পোড়া রোগীদের প্লাস্টিক সার্জারি, এসিড দগ্ধ রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়।
সামন্ত লাল সেন বলেন, “এটি বাংলাদেশের একমাত্র সরকারি হাসপাতাল, যেখানে রয়েছে হেলিপ্যাড। যাতে জরুরি ভিত্তিতে রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।”
অনুষ্ঠানে আধুনিক সুবিধার বিষয়ে জানান হাসপাতালের পরিচালক আবুল কালাম।
তিনি বলেন, “এখানে রয়েছে ১০টি আধুনিক অপারেশন থিয়েটার, যার মধ্যে চারটিতে ২৪ ঘণ্টা সেবা দেওয়া হবে।”
হাইপারবারিক অক্সিজেন থেরাপির মাধ্যমে শ্বাসনালী পুড়ে যাওয়া এবং দীর্ঘদিন না শুকানো ক্ষতের আধুনিক চিকিৎসা নিশ্চিত করা যাবে বলে তিনি জানান।
“মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আমাদের প্রত্যাশা, আমরা যেন এই ইন্সটিটিউট সম্পর্কে তার প্রত্যাশাগুলো, তার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারি।”
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দীন বলেন, “আমরা অনেক গর্বিত এবং আমাদের কাছে এটি অত্যন্ত আনন্দের বিষয় যে, মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে থেকে যতগুলো পুরস্কার লাভ করেছেন, তার বেশিরভাগই স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখাঁরপুল এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে ১২ তলা ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ প্রধানমন্ত্রী উদ্বোধন করেন গত বছরের ২৪ অক্টোবর।
বিষয়: special1
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?