হাসপাতালেই হোক প্রাইভেট প্র্যাকটিস, নির্দেশনা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১২ মার্চ ২০১৯, ২২:০৩ | আপডেটেড ১৪ মার্চ ২০১৯, ১০:০৩
ফাইল ফটো
চিকিৎসকদের কর্মস্থলে রাখার লক্ষ্যে সরকারি হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিকিৎসকদের কর্মস্থলে না থেকে বেসরকারি হাসপাতাল কিংবা চেম্বারে সময় ব্যয়ের বিষয়টি সম্প্রতি দুদকের তদন্তে প্রকাশ্যে আসার মধ্যে মঙ্গলবার একনেক সভায় তার এই নির্দেশনা আসে।
দেশে চিকিৎসা বিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে এই ধরনের ব্যবস্থা রয়েছে। প্রধানমন্ত্রী সেই ব্যবস্থাই অন্য সব জায়গায় ছড়িয়ে দিতে চান।
শেখ হাসিনা একনেক সভায় বলেন, চিকিৎসকরা যাতে সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন সেভাবেই হাসপাতালের অবকাঠামো তৈরি করতে হবে।
বারডেমের উদাহরণ দিয়ে তিনি একথা বলেন বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, চিকিৎসক ও রোগীরা এখন বাইরে বাইরে দৌড়ায়। তাদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন। এখানেই তারা প্র্যাকটিস করুক।”
এতে চিকিৎসকদের বাইরে যেতে হবে না, ফলে রোগীরাও সরকারি হাসপাতালেই সেবা পাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
‘সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্প অনুমোদনের সময় প্রাইভেট প্র্যাকটিস নিয়ে এ নির্দেশনা দেন সরকার প্রধান।
হাসপাতালে ডে-কেয়ার সেন্টার, কিডনি, হার্ট, ক্যান্সার ও পক্ষাঘাতগ্রস্তদের জন্য আলাদা আলাদা ব্লক তৈরি এবং রোগীরা যাতে আলো-বাতাস পায়, এমনভাবে অবকাঠামো তৈরিরও নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “ডিজাইনটা একটু সুন্দর করুন। খোলামেলা করুন। রোগীরা যাতে আলো-বাতাস পেতে পারে, সেই ব্যবস্থা করুন। প্রয়োজনে ব্যাংককে, চেন্নাইয়ে বাইরের দেশগুলোর ভালো ভালো হাসপাতাল দেখে আসুন।”
বিষয়: special2
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?