১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল হবে ৮ বিভাগে
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৭ জুলাই ২০১৮, ২৩:০৭ | আপডেটেড ২১ জুলাই ২০১৮, ১২:০৭
দেশে ক্যান্সার রোগীদের চিকিৎসায় আটটি বিভাগীয় শহরে ১০০ শয্যার আটটি হাসপাতাল তৈরি করা হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘ক্যান্সার চিকিৎসায় সামাজিক অর্থনৈতিক বাধা দূর করতে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে একথা জানান।
বাংলাদেশ ক্যান্সার সোসাইটি ও বাংলাদেশে হেলথ রির্পোর্টাস ফোরাম এই আলোচনা অনুষ্ঠান আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “দেশে ক্যান্সার রোগের চিকিৎসা সুবিধা খুবই কম, এজন্য সুবিধা বাড়াতে হবে। বর্তমানে এনআইসিআরএইচ এ ৩০০ বেড রয়েছে, যা ১৬ কোটি মানুষের চাহিদা মেটাতে অপ্রতুল।
“বাংলাদেশে প্রতি তিন হাজার ক্যান্সার রোগীর বিপরীতে মাত্র ১টি করে শয্যা বরাদ্দ আছে। তবে বিকেন্দ্রিকরণের মাধ্যমে আটটি বিভাগীয় শহরে ১০০ শয্যা উপযোগী ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
দেশে যে ৬০ শতাংশ মানুষের মৃত্যু অসংক্রামক রোগে হচ্ছে, তার মধ্যে ক্যান্সার দ্বিতীয় স্থানে রয়েছে উল্লেখ করে এই রোগ প্রতিরোধে পরিবেশগত ও স্বাস্থ্যগত সচেতনতা তৈরিতে জোর দেন জাহিদ মালেক।
তিনি আরও বলেন, “তাছাড়া ক্যান্সার রোগী দীর্ঘদিন বেঁচে থাকায় দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হয় বলে খরচও বেশি হয়ে থাকে। এমনকি রোগ চিকিৎসায় ৪ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যায়।”
প্রাথমিক স্তরে রোগ সনাক্তের মাধ্যমে চিকিৎসা নিলে সুস্থ থাকা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দনি ফারুক, প্রবন্ধ উপস্থাপনা করেন জাতীয় ক্যানাসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের ক্যান্সার এপিডেমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম।
বক্তব্য রাখেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোয়াররফ হোসেন, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির মহাসচিব ডা. এসএম আব্দুর রহমান, রোশ বাংলাদেশের হেড অব মেডিকেল ডা. ফারজানা হক।
বিষয়: special3
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?