Site icon Health News

আইসিইউ-সিসিইউ কতটি, খরচ কত: হাই কোর্ট

বাংলাদেশের হাসপাতালগুলোতে কতটি আইসিইউ, সিসিইউ রয়েছে এবং প্রতিটির জন্য কত খরচ হয়, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

আগামী ২৪ এপ্রিলের মধ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে সে হিসাব দিতে বলা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেয়।

সরকারি-বেসরকারি হাসপাতাল ও রোগ নিরূপণ কেন্দ্র পরিচালনায় নীতিমালা প্রণয়ন ও চিকিৎসা সেবার মূল্য তালিকা প্রদর্শন নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদনের উপর শুনানিতে এই আদেশ আসে।

আইসিইউ বা সিসিইউ ইউনিটের সংখ্যা এবং তা তৈরির জন্য কত টাকা খরচ হয়, কী পরিমাণ লোকবল ও বিশেষজ্ঞের প্রয়োজন পড়ে, হলফনামা আকারে সেই প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশনস) অর্ডিন্যান্স-১৯৮২’ অনুযায়ী নীতিমালা প্রণয়নে আদালতের আদেশ কতটুকু বাস্তবায়ন হয়েছে, তার অগ্রগতি প্রতিবেদন দিতে গত ১৯ ফেব্রুয়ারি আদেশ দিয়েছিল হাই কোর্ট।

সে অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় গত ৪ মার্চ অগ্রগতি প্রতিবেদন জমা দেয়। আদালতে তা উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আর রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ।

অগ্রগতি প্রতিবেদনে বলা হয়, আদালতের নির্দেশে গত ২৪ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। 

এই কমিটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য খসড়া নীতিমালা প্রণয়ন করেছে।

শুনানিতে আদালতের জিজ্ঞাসায় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, দেশে ৭২টি আইসিইউ রয়েছে। তার মধ্যে ঢাকা মেডিকেলে সবচেয়ে বেশি ৩০টি। বিএসএমএমইউতে আছে ১০টি।

Exit mobile version