Site icon Health News

আক্রান্ত আরো ১৮২ , মৃত্যুও ৫

দেশে এক দিনে নতুন করে ১৮২ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মারা গেছেন আরো ৫ জন। তবে এ সময়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন ৩ জন।

এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ জন। আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার মানুষই বেশি। আক্রান্তে এরপর-ই আছে নারায়নগঞ্জ জেলা।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান,  গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৩৮ শতাংশ বেশি নমুনা সংগ্রহ  এবং ১৭ শতাংশ বেশি পরীক্ষা করা হয়েছে। এর পরিমাণ ১৫৭০ জন। গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে গেছেন আরও ৫ হাজার ৬৮৪ জন। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ৮৫ হাজার ৪৯৮ জন।  এখন পর্যন্ত ২ হাজার ১৮৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করা হয়েছে।

এর আগে রোববারের ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা ব্রিফিংয়ে জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩৪০ জনের নমুনা সংগ্রহ শেষে ১২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ঢাকায় ৬৬১ টি ও ঢাকার বাইরে ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।

ব্রিফিংয়ে জানানো হয়, নতুন জেলা হিসেবে করোনা শনাক্ত হয়েছে লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি।

Exit mobile version