Site icon Health News

আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই

দেশে করোনাভাইরাসের শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। মারা গেছেন আরো ৪০ জন। সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে ৩ হাজার ৪৬৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

জানান, মারা যাওয়া ৪০ জনের মধ্যে নারী ৯ জন এবং পুরুষ ৩১ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে এদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা ও বরিশাল বিভাগে চার জন করে এবং সিলেট ও রংপুর বিভাগে তিন জন করে রয়েছেন।সবশেষ চব্বিশ ঘণ্টায় ৪০ জনসহ মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ৬৬১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৮ এপ্রিল দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছিল। এদিন শনাক্ত ছিল ১ লাখ ২ হাজার ২৯২ জন। সেখান থেকে এক লাখ ৩০ হাজার ছাড়াতে সময় লাগল মাত্র আট দিন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, সুস্থতার সংখ্যাও বাড়ছে আশাব্যঞ্জক হারে। চব্বিশ ঘণ্টায় নতুন ১ হাজার ৬৩৮ জন নিয়ে মোট সুস্থ হলেন ৫৩ হাজার ১৩৩ জন।

চব্বিশ ঘণ্টার তথ্যানুযায়ী, দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.৯১ শতাংশ। মৃত্যুর হার ১.২৭ শতাংশ এবং সুস্থতার হার ৪০.৭২ শতাংশ।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বলছে, শুক্রবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে মারা গেছে ৪ লাখ ৯২ হাজারের বেশি। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫২ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ।

Exit mobile version