Site icon Health News

আরও চারজন শনাক্ত, তবে ভালো আছেন তারা

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে যে ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে নতুন করে করোনাভাইরাসে আরও চার জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন চিকিৎসক।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। সারাদেশে আতংক ছড়ানোর এখন পর্যন্ত সব মিলিয়ে এক হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

কোভিড-১৯ নিয়ে শুক্রবার আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে বলে ধারনা করা হচ্ছে, তবে এটা ব্যাপকভাবে হয়নি।

তিনি বলেন, নতুন আক্রান্তরা পুরনো রোগীদের সংস্পর্শে এসেছিলেন। এদের মধ্যে দুই জন চিকিৎসক। দুই জন ঢাকার আর দুই জন ঢাকার বাইরের। জানালেন, রোগের বিস্তার অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

মীরজাদি বলেন, নতুন আক্রান্ত হওয়া চার জনের মধ্যে তিন জন নারী, একজন পুরুষ। তবে চারজনের অবস্থা স্বাভাবিক আছেন, কারও কোনও জটিলতা নেই। এদের মধ্যে তিনজন এর আগে চিহ্নিত হওয়া রোগীর সংস্পর্শে এসেছিলেন, একজন আগে চিহ্নিত একটি ক্লাস্টারভুক্ত।

পরিচালক জানান, নতুন শনাক্তকারীর একজনের বয়স ২০-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে ও একজনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে।

আইইডিসিআর পরিচালক বলেন, এটা নিশ্চিত যে রোগের বিস্তার বৃদ্ধি পাচ্ছে। আর সে অনুযায়ী বিভিন্ন জায়গায় পরীক্ষার বিষয়টিও সম্প্রসারিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন। সেরে উঠেছেন ১১ জন। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩২ জন।

Exit mobile version