Site icon Health News

আক্রান্ত দুই’শ পার, মৃত্যু আরো ৭

দেশে একদিনে সর্বোচ্চ ২০৯ জনের দেশে মিললো করোনাভাইরাস। এ নিয়ে হাজার পার হলো আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা শেষে আক্রান্তের এ খবর দেয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের অনলাইন ব্রিফিংয়ে এ ভাইরাসে একদিসে সবচেয়ে বেশি মৃত্যুর খবরও এলো। এ সময় জানানো হয়, করোনা আক্রান্তে আরো ৭ মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। আর আক্রান্ত হবার শুরু থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাটা এখন ৪২ জন।

অবশ্য ২৪ ঘন্টায় কেউ সুস্থ হয়ে বাড়ি ফেরেননি। ফলে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা ১৩ হাজার ১২৮ জনের মধ্যে এ নিয়ে দেশব্যাপি আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২ জনে দাঁড়ালো।   

মঙ্গলবার  দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

নাসিমা সুলতানা জানান ‘এখন পর্যন্ত সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন সবমিলিয়ে ২৬ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে।’

তিনি জানান, এ মুহুর্তে আইসোলেশনে আছেন ৩৯২ জন। এরমধ্যে নতুন আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৯ জন। অন্যদিকে নতুন ৫ জনসহ এ পর্যন্ত আইসোলেশন থেকে ৪ হাজার ৪২ জন ছাড়া পেয়েছেন। তিনি জানান, খুব শিগগিরই দেশের আরো ৯টি প্রতিষ্ঠানে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ শুরু হতে যাচ্ছে।  

Exit mobile version