Site icon Health News

একদিনেই ১৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬

দেশে একদিনে নভেল করোনা ভাইরাসে ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ২৬৬ জন।

দেশে করোনায় এক দিনে মৃত্যু এটাই সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ২১৯০টি নমুনা পরীক্ষা করে আরও ২৬৬ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩৮ জন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যুক্ত হয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও নয়জন। এ পর্যন্ত মোট ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত করোনা শনাক্ত ১ হাজার ৮৩৮ জনের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৫০০ জন। বাকিরা হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টেনে আছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশের বেশি মানুষের কোনও চিকিৎসা প্রয়োজন হয় না। অন্যদের অক্সিজেনসহ কিছু ওষুধ লাগতে পারে। আইসিইউ, ভেন্টিলেটর এবং প্রস্তুতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই ব্যবস্থার উন্নয়নে প্রতিনিয়ত কাজ চলছে।”

বর্তমানে সব হাসপাতালে ট্রিটমেন্ট গাইড লাইন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “হাসপাতালে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এর কোনও সংকট নেই। ২০টি ল্যাব স্থাপন করা হয়েছে।

Exit mobile version