Site icon Health News

এক দিনেই শনাক্ত হাজারের বেশি রোগী

দেশে এক দিনে রেকর্ড ১ হাজার ৩৪ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৬৯১ জন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা আরও ১১ জনের মৃত্যুর মধ্যে দিয়ে এ সংখ্যা দাঁড়ালো ২৩৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সোমবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে পাঁচজন পুরুষ, ছয়জন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, চারজনের বয়স ৫১ থেকে ৬০ বছরেরর মধ্যে, দুইজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, দুইজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

নাসিমা সুলতানা বলেন, আক্রান্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ১৮ দশমিক ৫২ শতাংশ, আর মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ পাওয়ার পর গত দুই মাসে আর কখনও এক দিনে এত রোগী  শনাক্ত হয়নি।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন, এ নিয়ে মোট ২ হাজার ৯০২ জন সুস্থ হলেন।

বুলেটিনে জানানো হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৮৩ জনকে, বর্তমানে আইসোলেশনে আছেন মোট ২ হাজার ২৩৬জন।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭টি ল্যাবে ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Exit mobile version