Site icon Health News

এক মাসে ৭০ থেকে ১০১৪৩

৪ এপ্রিল সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭০ জন। ৪ মে ঘোষিত অনলাইন ব্রিফিংয়ের পর মোট সংখ্যা ১০ হাজার ১৪৩ জনে দাঁড়িয়েছে। ফলে একমাসে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১০ হাজারেরও বেশি।

মৃত্যু ছিল মোট ৮ জন। এক মাস পরে তা দাঁড়াল ১৮২ জনে। অবশ্য সূস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাটাতেও গতি বেড়েছে, যা এখন মোট ১২শ জনেরও বেশি। সোমবার একদিনেই সুস্থ হয়ে ফিরেছেন ১৪৭ জন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৮৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আর ৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সোমবার দুপুরে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ পাওয়ার পর একদিনে এত বেশি নতুন রোগী আর কখনও বাংলাদেশে শনাক্ত হয়নি।

অধ্যাপক নাসিমা জানান, বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ১৪৭ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ২১০ জন।

নতুন দুটি ল্যাব নিয়ে এখন সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩৩টি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় এসব ল্যাবে ৬ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা হয়েছে।

বুলেটিনে জানানো হয়, গত এক দিনে আইসোলেশনে আনা হয়েছে ৯০ জনকে। এখন আইসোলেশনে রয়েছেন মোট ১ হাজার ৬৩৬ জন।

Exit mobile version