Site icon Health News

এমন ডাক্তার-নার্স কোথায় পাবেন: প্রধানমন্ত্রী

স্বাস্থ্য খাতের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় বাংলাদেশের চিকিৎসকদের উচ্চ প্রশংসায় ভাসিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার তিনি ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল-নিটোর) গিয়ে কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন।

এসময় তিনি চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “আমি সত্যিই আমার চিকিৎসকদের ধন্যবাদ জানাই। অতিরিক্ত রোগীর চাপ নিয়ে তারা যে সেবাটা দেন, পৃথিবীর কোনো দেশে কোনো ডাক্তার, কোনো নার্স এইভাবে চিকিৎসা দেবে না, এটা আমি বলতে পারি।”

শেখ হাসিনাকে বিভিন্ন সময় দেশের হাসপাতালেই চিকিৎসা নিতে দেখা গেছে।

পঙ্গু হাসপাতালের সেবার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “এখানকার চিকিৎসকরা এত যত্ন নিয়ে চিকিৎসা দেন, আমি অনেককে বলি, এখানে-ওখানে দৌড়াদৌড়ি না করে আমাদের নিটোরে যেতে, সেখানে এত ভালো চিকিৎসা।”

যন্ত্রপাতির অভাবসহ নানা ধরনের অসুবিধার মধ্যেও মাথা ঠাণ্ডা রেখে এত রোগীর ভিড় সামলানোর জন্য চিকিৎসক ও নার্সদের প্রশংসা করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী নিটোরের নবনির্মিত হাসপাতাল ভবন, মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজের ২৪৮ আসনের ছাত্রী হোস্টেল, মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন।

এছাড়া তিনি এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস অ্যান্ড হসপিটাল, মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উত্তর-দক্ষিণ ব্লকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রমের ভিত্তিফলন উন্মোচন করেন।

শেখ হাসিনা বলেন, “আগামী নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ নিশ্চয়ই নৌকায় ভোট দেবে। আবার এসে এই ভিত্তিপ্রস্তর যেগুলো স্থাপন করেছি; ইনশাল্লাহ সেগুলো উদ্বোধন করে দিয়ে যাব।”

নৌকা প্রতীকে ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, “আল্লাহর কাছে দোয়া করবেন আর মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চাই। যেন ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে।”

Exit mobile version