Site icon Health News

এমপি মাশরাফির তোপে ‘আউট’ ৪ চিকিৎসক

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সংসদ সদস্য হিসেবে নড়াইল সদর হাসপাতালে গিয়ে তোপ দেগেছিলেন মাশরাফি বিন মর্তুজা; তাতে ফলও পেয়েছেন।

মাশরাফির পরিদর্শনের সময় যে চিকিৎসকরা হাসপাতালে ছিলেন না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই চার চিকিৎসক হলেন মোহাম্মদ শওকত আলী, রবিউল আলম, আখতার হোসেন ও এ এস এম সায়েম।

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার জন্য তাদের ওএসডি করে রোববার আদেশ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তাদের কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে। অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তিন দিনের মধ্যে তার জবাব দিতে হবে এই চিকিৎসকদের।

গত বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকা নড়াইলের সদর হাসপাতালে আকস্মিক অভিযানে যান এই প্রথম সংসদ সদস্য হওয়া মাশরাফি। সেখানে গিয়ে দেখেন চিকিৎসক নেই। পরে রোগী সেজে চিকিৎসকের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আগামী সপ্তাহেই যুক্তরাজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন দলপতি মাশরাফি। তার আগে তার ওই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে শুরু হয় তুমুল আলোচনা।

তা যে স্বাস্থ্য বিভাগেরও নজরে এসেছে, তা বোঝা গেল চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায়।

Exit mobile version