Site icon Health News

মেডিকেলে ভর্তির ফল প্রকাশ, ক্লাস শুরু ১০ জানুয়ারি

পরীক্ষা নেওয়ার দুদিনের মধ্যে প্রকাশ হল মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল; ক্লাস শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি।

স্বাস্থ্য অধিদপ্তর রোববার এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানায়। অধিদপ্তরের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

গত শুক্রবার সরকারি ও বেসরকারি মিলিয়ে ১২৬টি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়েছিল। এবার পরীক্ষার্থী ছিল ৬৫ হাজার ৯১৯ জন।

৩৬টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪০৬৮ জনকে নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি ৫০০ জনের একটি অপেক্ষমান তালিকাও হয়েছে।

৪০৬৮ জন থেকে ভর্তির পর আসন শূন্য থাকলে অপেক্ষমান তালিকা থেকে মেধা ও পছন্দ অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।

কোনো পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণ চাইলে তাকে ১ হাজার টাকা ফি টেলিটকের মাধ্যমে জমা দিয়ে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়।

সরকারি মেডিকেল কলেজে ক্লাস ২০১৯ সালের ১০ জানুয়ারি শুরু হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

৬৯টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২৩২টি।

এমবিবিএস ভর্তির পর আগামী মাসে ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Exit mobile version