Site icon Health News

ওসমানী মেডিকেলে ‘ধর্ষণ’ তদন্তে কমিটি

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিস চিকিৎসক দ্বারা রোগীর স্বজনকে ধর্ষণের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. দেবব্রত রায়।

তিনি হেলথ নিউজকে বলেন, হাসপাতালের নাক-কান-গলা বিভাগীয় প্রধান ডা. এস কে সিনহাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

অভিযোগকারী কিশোরীর ‘ক্লিনিক্যাল রিপোর্ট’ আসতে আরও ২/৩ দিন লাগতে পারে বলে জানান ডা. দেবব্রত।

ডা. এস কে সিনহা হেলথ নিউজকে বলেন, “তদন্ত কমিটির বিষয়ে শুনেছি, তবে এখনও আমি কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পাওয়ার পর কাজ শুরু করব।”

এদিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষানবিশ চিকিৎসক মাকামে মাহমুদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

অসুস্থ নানীর সঙ্গে থাকা ওই কিশোরীকে সোমবার ভোরে শিক্ষানবিস চিকিৎসক মাকামে মাহমুদ ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল কর্তৃপক্ষকে ওই কিশোরীর স্বজনরা লিখিত অভিযোগ করলে মাহমুদকে পুলিশে হস্তান্তর করা হয়।

ওই কিশোরীর বাবা বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় একটি মামলাও করেছেন। ওই মামলায় ওই শিক্ষানবিশ চিকিৎসককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছিল পুলিশ।

Exit mobile version