Site icon Health News

ওসমানী মেডিকেলে প্রথম কর্তিত অঙ্গ সংযোজন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো কর্তিত অঙ্গ সংযোজন (পুনঃসংযোজন) সফলভাবে সম্পন্ন হয়েছে।

হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গত ৯ সেপ্টেম্বর এক ব্যক্তির কেটে যাওয়া আঙুল সফলভাবে সংযোজন করেন।

অস্ত্রোপচারের পর ইতোমধ্যে ওই ব্যক্তির আঙুলটির কর্মক্ষমতা পুরোপুরি ফিরে এসেছে বলে জানিয়েছেন এই চিকিৎসক।

প্রতিপক্ষের সঙ্গে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গত ৮ সেপ্টেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার ওই যুবকের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

গুরুতর আহত ওই যুবককে হাসপাতালে আনা হলে তার কর্তিত আঙুলটি ফ্রিজে রাখা হয়। ভর্তির ১১ ঘণ্টা পর ডা. আব্দুল মান্নানের নেতৃত্বে তার হাতে অস্ত্রোপচার শুরু হয়। ৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা এই অস্ত্রোপচার চলে। এরপর রাত ৩টায় ওই যুবকের আঙুলের কর্মক্ষমতা ফিরে আসে।

ডা. মান্নান হেলথ নিউজকে বলেন, “এ ধরনের কর্তিত অঙ্গ নিয়ে সংশ্লিষ্ট রোগী যদি ৬ ঘণ্টা থেকে ১২ ঘণ্টা সময়ের মধ্যে চিকিৎসকের দ্বারস্ত হয়, তবে তা পুনঃসংযোজন সম্ভব।”

তিনি বলেন, “এ ধরনের চিকিৎসার জন্য এখন আর ঢাকা কিংবা বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব।”

ঢাকার বাইরে সিলেটেই প্রথম এ অঙ্গ পুনঃসংযোজন হয়েছে বলে দাবি করেন এ চিকিৎসক।

অস্ত্রোপচারে আব্দুল মান্নানের সঙ্গে ছিলেন ডা. নাহিদ, ডা. জহিরুল ইসলাম, ডা. সাজিদ, ডা. সজীব, ডা. সাদিয়া, ডা. আবিদ, ডা. রিয়াদ ও ডা. নিজাম।

Exit mobile version