Site icon Health News

কঠিন খবরটি ছেলেকে দেওয়ার কঠিন কাজটি করলেন সোনালী

নিজের ক্যান্সার মোকাবেলা যতটা কঠিন, সোনালী বেন্দ্রের জন্য তার চেয়ে বেশি কঠিন ছিল ১৩ বছর বয়সী ছেলেকে সে খবর জানানো।

সেটা কিভাবে বললেন, এরপর কীভাবে শিশুসন্তানটিই হয়ে উঠল তার শক্তির আধার, তা ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এই বলিউড অভিনেত্রী।

৪৩ বছর বয়সী সোনালীর দেহে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, এই অবস্থা থেকে ফিরে আসা কঠিন হলেও লড়াইয়ে রয়েছেন তিনি।

তিনি চিকিৎসা নিচ্ছেন যুক্তরাষ্ট্রে, চিকিৎসার এক পর্যায়ে তার দীঘল চুল ফেলে দিতে হয়েছে। এরপর একমাত্র ছেলে রণবীরকে কঠিন অসুখের খবর দেওয়ার কঠিন কাজটি করতে হয়েছে তাকে।

মা হিসেবে সোনালীর ভয় ছিল ছেলেকে এই রকম একটি দুঃসংবাদ দেওয়ার।

সোনালী লিখেছেন, “আজ থেকে ঠিক ১২ বছর ১১ মাস ৮ দিন আগে তার জন্ম, তখন থেকেই সে আমার হৃদয় দখল করে আছে। কীভাবে সে সুখে থাকবে, কীভাবে তার ভালো হবে, সেটাই ছিল আমার ও গোল্ডি বেহলের ভাবনাজুড়ে।

“যখন ক্যান্সার তার কুশ্রী রূপে এল, তখন  আমরা দেনোমতো ছিলাম- তাকে আমরা কী বলব? কীভাবেই বা বলব?”

তবে সন্তানকে রক্ষা করতে সব সময় তাকে সত্যি কথাটাই বলে এসেছেন সোনালী; এবারও তা সাহস দিয়েছে নিজের রোগের কথাটা সন্তানকে বলার। এবং তাতে ভালো ফলই পেয়েছেন তিনি।

“সে বড় মানুষের মতোই খবরটি শুনল .. এবং সঙ্গে সঙ্গে আমার শক্তি ও ইতিবাচক লড়াইয়ের আধার হয়ে উঠল। এখন তো মাঝে মাঝে এমন হয়, ডেন আমি মা নই, সেই আমার বাবা। আমার কখন কী করতে হবে, মনে করিয়ে দিচ্ছে সে।”

সোনালী মনে করেন, এই ধরনের কঠিন পরিস্থিতি শিশুদের পরিণত হতে সহায়তা করে। তাদের সঙ্গে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে বাস্তবতাটা তুলে ধরাও।

ছেলে রণবীর এখন সোনালীর সঙ্গেই আছেন, তার গ্রীষ্মের ছুটি চলছে।

Exit mobile version