Site icon Health News

করোনাভাইরাসে পুরুষের মৃত্যুঝুঁকি বেশি

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী নভেল করোনাভাইরাসে মৃত্যু ঝুঁকি নারীদের চেয়ে পুরুষদের বেশি।

মৃত ও গুরুতর আক্রান্তদের সংখ্যা বিশ্লেষণ করে সিএনএন একটি ডাটা প্রকাশ করেছে।

কেন নারীদের চেয়ে পুরুষদের মৃত্যু বেশি হচ্ছে তা খুঁজে দেখতে ২০ মার্চ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত ২০টি দেশের সরকারিভাবে প্রকাশিত ডাটা বিশ্লেষণ করে সিএনএন।

এক্ষেত্রে বিশ্বস্বাস্থ্যে লিঙ্গ অসমতার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল হেলথ ফিফটি/ফিফটির সহযোগিতা করেছে।

এতে বলা হয়েছে, পুরুষদের মৃত্যুঝুঁকি বেশি হওয়ার পেছনে সাধারণভাবে দুর্বল শারিরীক পরিস্থিতির সঙ্গে ধূমপান ও মদ্যপানের মতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অভ্যাসগুলোকে দায়ী।

সিএনএন বলছে, এই দেশগুলোর মধ্যে মাত্র ৬টি দেশ- চীন, ফ্রান্স, জার্মানি, ইরান, ইতালি, ও দক্ষিণ কোরিয়া- করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের লিঙ্গভিত্তিক তথ্য দিয়েছে। আরও ৭টি দেশ শুধু আক্রান্তের লিঙ্গভিত্তিক তথ্য দিতে দিয়েছে। বাকিগুলোর কোনো লিঙ্গভিত্তিক তথ্য নেই এবং প্রাপ্ত সব তথ্যও সামগ্রিক নয়।

ইতালিতে কভিড-১৯ আক্রান্তদের মধ্যে প্রায় ৬০ শতাংশই পুরুষ, আর মৃতদের মধ্যে ৭০ শতাংশেরও বেশি পুরুষ। দক্ষিণ কোরিয়াতে কভিড-১৯ রোগে মোট মৃত্যুর ৫৪ শতাংশই পুরুষ।

বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার না হলে প্রাণঘাতি কভিড-১৯ সহজেই শ্বাসতন্ত্রকে কাবু করে ফেলে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা শুধু জন্মগত নয়, মানুষের জীবনযাপনের ধরনের কারণেও কমবেশি হয়।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সিএনএন দেখেছে, নভেল করোনাভাইরাসে ইতালিতে ১০ জন নারীর মৃত্যুর বিপরীতে ২৪ জন, চীনে ১৮ জন, জার্মানিতে ১৬ জন, ইরান ও ফ্রান্সে ১৪ জন ও দক্ষিণ কোরিয়াতে ১২ জন পুরুষ মারা গেছেন।

মৃত্যুহারের সঙ্গে কভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও নারীদের চেয়ে পুরুষদের মধ্যে বেশি। প্রতি ১০ জন নারীর ইতালিতে ১৪ জন, ইরান ও জার্মানিতে ১৩ জন, চীনে ১০ জন পুরুষ আক্রান্ত পাওয়া গেছে।

Exit mobile version