Site icon Health News

করোনাভাইরাস: চারদিনে ৩ জন শনাক্ত

বিশ্বের উন্নত দেশগুলো যখন করোনা ভাইরাসে আক্রান্ত ও তার মৃত্যুর দীর্ঘ তালিকা তৈরিতে হয়রান তখন দেশে গত চারদিনে মাত্র ৩ জন রোগি শনাক্ত হয়েছে।

গত ২৮ ও ২৯ মার্চ শতাধিক ব্যক্তির নমুনা পরীক্ষায় কোনো শনাক্ত মেলেনি। এরপর ৩০ মার্চ ১ জন ও মার্চের শেষদিনে ২ জন আক্রান্তের খবর এলো।

মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাসের  সর্বশেষ পরিস্থিতি জানান।

তিনি বলেন, বাংলাদেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ২ জন। আক্রান্তদের মধ্যে এ নিয়ে মোট ২১ জন সংক্রমণমুক্ত হলেন।

তিনি জানান, নতুন আক্রান্ত দু’জনই পুরুষ। তাদের একজনের বয়স ৫৫ বছর। তার বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে। আরেকজনের বয়স ৫৭ বছর। তিনি সৌদি আরব থেকে এসেছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তারও ডায়াবেটিস আছে। তারা দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন। হাসপাতালেই তাদের চিকিৎসা চলছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হটলাইনে ফোন এসেছে ৩ হাজার ৬৩টি। এরমধ্যে করোনা সংক্রান্ত কল এসেছে ২ হাজার ৯৯৭টি। আর গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১৪০ জনের। এরমধ্যে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

এখন পর্যন্ত  সর্বমোট এক হাজার ৬০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান আইইডিসিআর পরিচালক। এরমধ্যে আইইডিসিআরের বাইরের গবেষণাগারের ফলাফলও যুক্ত করা হয়েছে।

অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে আরও ছয় জনের শরীরে আর সংক্রমণ নেই। তাদের মধ্যে একজনের বয়স ৭০ বছর। চার জনের বয়স ৩০-৪০-এর কোঠায়। একজনের বয়স ৪০-এর কোঠায়। এদের মধ্যে একজন নার্স। তিনি সুস্থ হয়েছেন।

আইইডিসিআর আরও জানায়, সারাদেশে এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩৮ জন। আর ৭৫ জন আছেন আইসোলেশনে। মীরজাদী সেব্রিনা গত কয়েক দিনে ঢাকা এবং ঢাকার বাইরে মৃত্যুর ঘটনায় নানা আলোচনা প্রসঙ্গেও কথা বলেন। এ সময় কেউ মারা গেলেই কোভিড–১৯ ভেবে দুঃশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানান তিনি। জানান, সৎকারের আগেই যাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাঁদের কারোরই কোভিড–১৯ ছিল না। দাবি করেন,  কোনো আক্রান্ত ব্যক্তির রোগই যেন অশনাক্ত থেকে না যায়, সেদিকে নজর রাখছে আইইডিসিআর।

গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এবং চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ, বিআইটিআইডি-তে পরীক্ষাগুলো করা হয়েছে।

নমুনা পরীক্ষার জন্য সারা দেশে ১০টি ল্যাব চালু হয়েছে এবং আরও ১৮টি চালুর প্রক্রিয়া চলছে।

Exit mobile version