Site icon Health News

করোনাভাইরাস টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস রোধে এর টিকার প্রথম পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল যুক্তরাষ্ট্রে।

ওয়াশিংটন স্টেটের সিয়াটলের একটি গবেষণাগারে চারজনের শরীরে এই টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

সোমবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস মানুষের ওপর টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরুর এ তথ্য জানায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পরীক্ষামূলক এই প্রয়োগ সফল হলেও সাধারণ মানুষের জন্য তা বাজারে আসতে ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

সিয়াটলের জেনিফার হলারের এক নারীকে প্রথম এই টিকা দেওয়া হয়েছে। তিনি সেখানকার একটি স্টার্টআপের অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করেন। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় ১৬ মার্চ থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) শুরু হয়।

ইমপেরিয়াল কলেজ লন্ডনের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডা. জন ট্রেগোনিং বলছেন, “এই টিকায় বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটা তৈরি করা হয়েছে খুবই উচ্চ মান বজায় রেখে, সেই সব জিনিসই ব্যবহার করা হয়েছে যেগুলো মানুষের জন্য নিরাপদ তা নিশ্চিত হয়ে। যাদের ওপর পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে তাদের খুব কাছ থেকে মনিটর করা হবে।

Exit mobile version