Site icon Health News

করোনাভাইরাস: নতুন আক্রান্ত ৫

গত ২৪ ঘণ্টায় দেশে আরো পাঁচজনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান।

নতুন করে কারও মৃত্যুর তথ্য না আসায় বাংলাদেশে কোভিড-১৯ এ মৃতের মোট সংখ্যা আগের মতই ৬ জনে রয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। হাসপাতালে ২২ জনসহ এ মুহুর্তে চিকিৎসাধীন আছেন ২৯। আইইডিসিআর জানায়, বর্তমানে আইসোলেশনে আছেন আরো ৮২ জন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১৩ জনকে পরীক্ষা করা হয়েছে। এছাড়া এখন থেকে ১৪টি স্থানে করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে। চলতি মাসের মধ্যে পরীক্ষা করা যাবে-এমন ল্যাবের সংখ্যা ২৮ করা হবে বলেও বলছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা পরীক্ষার জন্য ৭১ হাজার কিট মজুদ আছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। এ সময় বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগির চিকিৎসার সময় প্রয়োজনীয় পিপিই-ও যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে।

Exit mobile version