Site icon Health News

করোনাভাইরাস: পিপিই ও টেস্টিং কিট দিচ্ছে জিপি

চিকিৎসাকর্মীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাচিত হাসপাতালগুলোর জন্য ৫০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও ১০ হাজার টেস্টিং কিট দেবে গ্রামীণফোন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, নিজ দায়িত্বে এসব সরঞ্জাম হাসপাতালগুলোতে পৌঁছে দেবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন,“এই মহামারি মোকাবিলায় আমি সরকারি –বেসরকারি সবাইকে এগিয়ে এসে এক সাথে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয় এই জরুরি পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।”

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “আমাদের সাথে পরামর্শ করেই গ্রামীণফোন কোভিড-১৯ রোগীদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে যারা সামনে থেকে কাজ করছেন তাদের সুরক্ষার জন্য (পিপিই) ও পিসিআর টেস্টিং কিট সরবরাহ করার উদ্যোগ নিয়েছে।

Exit mobile version