Site icon Health News

করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার

নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি বিমানবন্দর ও দুটি স্থলবন্দরে পাঁচটি নতুন থার্মাল স্ক্যানার বসানো হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরে দুটি, সিলেট বিমানবন্দরে একটি এবং বেনাপোল স্থলবন্দরে একটি নতুন থার্মাল স্ক্যানার পাঠানো হয়েছে।

আরও কয়েকটি থার্মাল স্ক্যানার স্বাস্থ্য অধিদপ্তরে আসছে বলেও জানান তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে এমন দেশ থেকে আসা যাত্রীদের কারও শরীরের তাপমাত্রা বেড়েছে কি না, তা দেখতে ঢাকা বিমানবন্দরে আগেই থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হয়। যাদের শরীরের তাপমাত্রা বেশি ধরা পড়ছে তাদের বিশেষ ব্যবস্থায় নেওয়া হচ্ছে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়, যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ১১১টি দেশ ও অঞ্চলে। এই ভাইরাসে মৃতের সংখ্যা ৪০১৮ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ছাড়িয়ে গেছে।

Exit mobile version