Site icon Health News

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এক ব্যক্তি মারা গেছেন। এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে কোনো ব্যক্তির মৃত্যু হলো।

বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি বলেন,“যিনি মারা গেছেন তিনি বিদেশ ফেরত ছিলেন না। তিনি বিদেশ ফেরত আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সংক্রমিত হয়েছেন।”

তার বয়স ৭০ এর বেশি ছিল জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, “তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন। পাশাপাশি তাঁর হার্টে স্টেন্ট পরানো ছিল।”

এছাড়া নতুন করে আরো ৪ জন আক্রান্ত হয়েছেন বলে জানান ফ্লোরা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন।

নতুন করে আক্রান্তের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। আক্রান্তদের একজন আগে যারা আক্রান্ত ছিলেন তাদের পরিবারের সদস্য। বাকি তিন জন বিদেশ থেকে এসেছেন। এদের ২ জন ইতালি, একজন কুয়েত থেকে এসেছেন।

Exit mobile version