Site icon Health News

করোনায় ২২ লাখ মানুষের মৃত্যুর আভাস আমেরিকায়

প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় ২২ লাখ এবং ব্রিটেনে ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে এক গবেষণায় বলা হয়েছে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ম্যাথেমেটিক্যাল বায়োলজির প্রফেসর নীল ফার্গুসনের নেতৃত্বাধীন একটি দল গবেষণাটি করেন।

গত কয়েক দিনে ইতালিতে করোনা ভাইরাসের প্রভাবের তথ্য নিয়ে এই গবেষণা করা হয়েছে।

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এই গবেষণায় ১৯১৮ সালের মারাত্মক ফ্লু’য়ের সঙ্গে বর্তমানে কোভিড ১৯-এর প্রভাবে ছড়ানো মহামারির তুলনা করে দেখা হয়েছে।

গবেষণায় জানা গেছে, এই মুহূর্তে ব্রিটেন ও আমেরিকার সরকার আক্রান্তদের আইসোলেশনে রাখলেও সামাজিক স্তরে দূরত্ব বাড়ায়নি। ফলে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এটাই দেখা গেছে ইতালিতে। এর ফলে মৃত্যুর সংখ্যা বাড়বে বলেই তাদের ধারণা।

সব আক্রান্ত মানুষকে একেবারে কোয়ারেন্টাইন এবং ক্লাব,পাব, থিয়েটার,মার্কেটে যাওয়া থেকে মানুষকে আটকানোর জন্য বলা হয়েছে।

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এই গবেষণা সামনে আসার পরেই পদক্ষেপ নেওয়া শুরু করেছে ব্রিটেনের সরকার।

বিশেষজ্ঞদের কথা অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে। সরকারের বিভিন্ন অ্যাকশন প্ল্যানের আওতায় এই কাজ চলছে।

দেড় শতাধিক দেশে ছড়িয়ে পড়া কভিড-১৯ রোগকে ইতোমধ্যে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে মৃতের সংখ্যা ১১ হাজারে পৌঁছেছে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লাখ।

Exit mobile version