Site icon Health News

করোনা সন্দেহভাজন রোগী ভর্তিতে নির্দেশনা

করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীকে কোনো সরকারি বা বেসরকারি যে কোনো হাসপাতালে ভর্তি করা সম্ভব না হলে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে কোনো মুমূর্ষু রোগী কোভিড-১৯ রোগে আক্রান্ত বলে যদি সন্দেহ হয়, কোনো কারণে উক্ত হাসপাতালে ভর্তি করানো যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে উক্ত রোগীকে অপেক্ষমাণ রেখে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ এর সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের নিম্নোক্ত চারটি নম্বরের যে কোনোটিতে ফোন করে উক্ত রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ পরামর্শ গ্রহণের নির্দেশ দেওয়া হল।

হটলাইন নম্বরগুলো হল- ০১৩১৩-৭৯১১৩০, ০১৩১৩-৭৯১১৩৮, ০১৩১৩-৭৯১১৩৯ ও ০১৩১৩-৭৯১১৪০।

নিয়ন্ত্রণ কক্ষ থেকে উক্ত রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে করণীয় সমন্বয় করা হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

কোভিড-১৯ এর লক্ষণ-উপসর্গ নিয়ে গেলে বিভিন্ন হাসপাতাল বিনা চিকিৎসায় ফিরিয়ে দিচ্ছে বলে করোনাভাইরাস আক্রান্ত ও স্বজনদের অভিযোগ রয়েছে।

Exit mobile version