Site icon Health News

কাপড় কাঁচার সাবান বেশি কার্যকর

নভেল করোনাভাইরাস থেকে সুরক্ষায় সাবান-পানি দিয়ে  হাত ধোয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর শুক্রবার এক তথ্য বিবরণীতে হাত ধোয়ার পদ্ধতি তুলে ধরে।

এতে বলা হয়, এই ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার ক্ষেত্রে সুগন্ধি সাবানের চেয়ে কাপড় কাঁচার সাবান বেশি কার্যকর।

* নিয়মিত জীবাণুনাশক বা সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত।

*  কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।

*  হাত না ধুয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। 

*  যে কোনো ধরনের সাবান বিশেষ করে কাপড় কাঁচার সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত কার্যকর।

*  কেউ চাইলে হ্যান্ড স্যানিটাইজার দিয়েও হাত পরিষ্কার করতে পারেন, তবে সাবান পানিই যথেষ্ট।

Exit mobile version