Site icon Health News

কুয়েত-মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসক বরখাস্ত

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় এবং কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয়জন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।

কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) হীরম্ব চন্দ্র রায় এবং মেডিকেল অফিসার ফারহানা হাসানাত, উর্মি পারভিন ও কাওসার উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অনিচ্ছা প্রকাশ করায় হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক মুহাম্মদ ফজলুল হককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

করোনাভাইরাসের মহামারীর প্রেক্ষাপটে সরকার উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালকে পুরোপুরি কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করে। 

কিন্তু ওই ছয় চিকিৎসক হাসপাতালের করোনা ইউনিটে সেবা  না দিয়ে অনুপস্থিত রয়েছেন।

Exit mobile version