Site icon Health News

চট্টগ্রামের সেই ম্যাক্স হাসপাতালকে নোটিস

সাংবাদিক কন্যার মৃত্যু নিয়ে অভিযোগের মুখে থাকা চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালের লাইসেন্সে ত্রুটি পেয়ে একে নোটিস দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কমিটি।

হাসপাতালটিতে সমকালের চট্টগ্রামের জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাফিদা খান রাইফার অবহেলায় মৃত্যুর অভিযোগ ওঠার পর এই তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) কাজী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “ম্যাক্স হাসপাতালের লাইসেন্সে অনেক ধরনের ত্রুটি রয়েছে। এসব ত্রুটি ১৫ দিনের মধ্যে ঠিক করা না হলে এবং এই সময়ের মধ্যে নোটিসের জবাব না দিলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।”

লাইসেন্স বাতিল হলে বেসরকারি এই হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখতে হবে।

চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী কমিটির ওই নোটিস বুধবার ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপক রঞ্জন দাশগুপ্তকে পৌঁছে দেন।

সাংবাদিকদের দাবির মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়। রোববার রাতে কমিটির প্রধান জাহাঙ্গীর হোসেন ম্যাক্স পরিদর্শন করেন। এরপর তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের বলেছিলেন, এই হাসপাতালের লাইসেন্সের ত্রুটি আছে এবং অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গলায় ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার বিকালে ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছিল রাইফা। শুক্রবার রাতে তার মৃত্যু ঘটে। অভিযোগ উঠেছে, কতর্ব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলেই তার মৃত্যুর কারণ।

ঘটনার পর চট্টগ্রামের সাংবাদিকেদের বিক্ষোভের মুখে পুলিশ ওই হাসপাতালের ডিউটি চিকিৎসক ও নার্সকে থানায় নিয়ে গেলেও বিএমএর চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল গিয়ে তাদের ছাড়িয়ে  আনেন।

এই ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক ও চিকিৎসকরা পাল্টাপাল্টি অবস্থান নিয়ে  একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছে।

Exit mobile version