Site icon Health News

চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে প্রথমবারের মত একজন করোনাভাইরাসে আাক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) এর নমুনা পরীক্ষায় এ রোগী শনাক্ত হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া শুক্রবার বলেন, “বিআইটিআইডিতে আজ নমুনা পরীক্ষায় একজনের পজিটিভ এসেছে।”

নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে রোগী ধরা পড়ার পর দামপাড়া এলাকার ছয়টি ভবন লকডাউন করা  হয়েছে।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানান, ৬৭ বছর বয়েসী ওই ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। তার বিদেশ সফরের কোনো ইতিহাস প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফ জানান, আক্রান্ত ব্যক্তির মেয়ে ও তার শাশুড়ি ওমরাহ করে গত ১২ মার্চ শাহ আমানত বিমানবন্দর হয়ে চট্টগ্রামে আসেন। মেয়ের শাশুড়ি সাতকানিয়ায় বাড়িতে চলে গেছেন। মেয়ে তার বাসায় আছেন।

বিআইটিআইডিতে শুক্রবার মোট ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Exit mobile version