Site icon Health News

চট্টগ্রামে হাসপাতাল ধর্মঘট স্থগিত

প্রশাসনের আশ্বাসে চট্টগ্রামে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির ডাকা ধর্মঘট ২০ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে।

প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান সোমবার দুপুরে ধর্মঘট তুলে নেওয়ার এই ঘোষণা দেন।

তিনি বলেন, “প্রশাসন ও বিএমএ নেতৃবৃন্দের সঙ্গে আমাদের আলাচনা হয়েছে। তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের ধর্মঘটের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। এখন আমরা হাসপাতাল খুলে দিয়ে স্বাস্থ্যসেবা শুরু করব।”

শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে চিকিৎসক ও সাংবাদিকদের মুখোমুখি অবস্থানের মধ্যে রোববার নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অনিয়মের প্রমাণ পাওয়ায় ম্যাক্স হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালত ১০ লাখ টাকা জরিমানা করার পর বেসরকারি হাসপাতালগুলো বন্ধ করে দেয় প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সাধারণ সম্পাদক ও ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খানের ওই ঘোষণার পর বিকাল থেকে দুর্ভোগ পোহাতে হয় রোগীদের।

Exit mobile version