Site icon Health News

চিকিৎসকদের খোঁজ চাইল হাই কোর্ট

চিকিৎসকদের কর্মস্থলে না থাকা নিয়ে ক’দিন আগেই উদ্বেগ জানিয়েছিলে প্রধানমন্ত্রী; এবার হাই কোর্ট চাইল তাদের তালিকা।

তৃণমূল পর্যায়ে কর্মস্থলে কোন চিকিৎসক থাকেন, আর কোন চিকিৎসক থাকেন না, সেই তালিকা সরকারকে ছয় মাসের মধ্যে দিতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের উপস্থিতি ও অনুপস্থিতির বিষয়ে এই তালিকা এফিডেভিট আকারে দাখিল করতে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একই সঙ্গে হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত। চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আগামী বছরের ৭ মে এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন বিচারকরা।

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে দুই সপ্তাহ আগে মানবাধিকার সংগঠন ব্লাস্ট এ রিট আবেদনটি করে।

Exit mobile version