Site icon Health News

ছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত

করোনাভাইরাস মহামারীতে ঘরে থাকার মেয়াদ আরও দশ দিন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার গণমাধ্যমকে জানান, এ সংক্রান্ত প্রস্তাব সরকার প্রধানের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “আগামী ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হবে। এ সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রী অনুমোদন দিলে রবি বা সোমবার ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে।”

এই ছুটি বাড়ানোর উদ্যোগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “যেহেতু সংক্রমণ বাড়ছে এই পরিস্থিতিতে অফিস আদালত চালু করা যাবে না। ছুটি আমাদের বাড়াতেই হবে।”

এই ছুটির সময় নতুন কোনো নির্দেশনা থাকবে কি না, তা প্রজ্ঞাপনে বলে দেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়।

পাশাপাশি সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়।

এরপর সেই ছুটির মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। গত ১০ এপ্রিলের আদেশে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এদিকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ মার্চ থেকেই বন্ধ রাখা হয়েছে। ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত আছে করোনাভাইরাসের কারণে।

Exit mobile version