Site icon Health News

ট্রাস্টের অধীনে এল কমিউনিটি ক্লিনিকগুলো

প্রকল্পের মাধ্যমে সারাদেশে পরিচালিত হওয়া ১৩ হাজার ৮৬১টি কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের অধীনে এল।

কমিউনিটি ক্লিনিকগুলোকে ট্রাস্টের আওতায় আনতে নতুন একটি আইন বৃহস্পতিবার সংসদে পাস হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট বিল- ২০১৮’ সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে এটি পাস হয়ে যায়।

দেশে বর্তমানে ১৩ হাজার ৮৬১টি কমিউনিটি ক্লিনিক থাকলেও আরও এক হাজার ২৯টি ক্লিনিক বাস্তবায়নে সরকারের পরিকল্পনা আছে। চালু হলে ওইগুলোও ট্রাস্টের অধীনে পরিচালিত হবে।

গ্রামীণ জনগোষ্ঠীর সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত এবং ট্রাস্টের তহবিল ব্যবহার করে গ্রামীণ জনগোষ্ঠীকে সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়াই এই আইন প্রণয়নের লক্ষ্য।

নতুন আইনের বলে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), জেলা সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সমন্বয়ের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম চলবে।

ক্লিনিকগুলোর কর্মীদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, পদোন্নতির সুযোগ, গ্রাচুইটি এবং অবসর ভাতার সুবিধাও থাকবে।

ট্রাস্টে সরকারি থোক বরাদ্দ ও অনুদান থাকবে। পাশাপাশি বেসরকারিভাবে ব্যক্তিগত উদ্যোগে, স্থানীয় সামাজিক সংগঠন বা ব্যক্তি বিশেষ এখানে দান বা অনুদান করতে পারবেন।

প্রধানমন্ত্রী ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সভাপতির দায়িত্বে থাকবেন। এছাড়া একটি বোর্ড থাকবে। প্রধানমন্ত্রীর মনোনীত ‘সামজহিতৈষী স্বনামধন্য’ ব্যক্তি হবেন এই বোর্ডের সভাপতি।

১৪ সদস্যের এই বোর্ডে সরকারের একজন অতিরিক্ত সচিব বোর্ডে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকবেন।

Exit mobile version