Site icon Health News

ডাক্তার হিসেবে কি মেয়েরা ভালো?

পড়াশুনা কিংবা অভিজ্ঞতায় কোনো পার্থক্য না থাকলেও পুরুষ চিকিৎসকের তুলনায় নারী চিকিৎসকের সেবায় রোগীরা বেশি ভালো ফলাফল পায় বলে মনে করছেন গবেষকরা।

আমেরিকান ব্রড অব ফ্যামিলি মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, নারী চিকিৎসকদের চিকিৎসায় মৃত্যুহার তুলনামূলকভাবে কম।

এক্ষেত্রে নারী ও পুরুষ চিকিৎসকের রোগীদের ওষুধের পেছনে অর্থ ব্যয়, চিকিৎসককে দেখানো বা হাসপাতাল থেকে প্রাপ্ত সুবিধার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাননি গবেষকরা।

একই বিষয়ে অন্য কয়েকটি গবেষণায়ও উঠে এসেছে, নারী ও পুরুষ চিকিৎসকের রোগীদের চিকিৎসা ফলাফলের পার্থক্য মূলত চিকিৎসা সেবা দেওয়ার ধরনের কারণেই ঘটে।

গবেষকরা দেখেছেন, নারী চিকিৎসকরা তাদের পুরুষ সহকর্মীর চেয়ে চিকিৎসা বিধি বেশি অনুসরণ করেন।

নারী চিকিৎসকরা রোগীদের সঙ্গে মিশে যান সহজেই, এটাকেও ভালো ফলাফল পাওয়ার কারণ হিসেবে মনে করা হয়েছে কিছু গবেষণায়।

মেরিল্যান্ডের জন হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের হেলথ, বিহেভিয়র অ্যান্ড সোসাইটির অধ্যাপক ডেবরা রটার বলেন, “আমি ও আমার সহকর্মীরা যে কাজ করেছি, তাতে দেখেছি, পুরুষ ও নারী চিকিৎসকের কথাবার্তায় জেন্ডার বিষয়টি খুবই স্বতন্ত্রভাবে এসেছে।”

বেশ কয়েকটি গবেষণায় রটার ও তার সহকর্মীরা জেন্ডার সম্পর্কিত আলাপচারিতার পার্থক্য খুঁজে বের করতে চিকিৎসক ও রোগীর কথাবার্তার অডিও রেকর্ড পর্যালোচনা করেন।

এতে দেখা যায়, নারী চিকিৎসকরা তাদের পুরুষ সহকর্মীর তুলনায় রোগীদের সঙ্গে বেশি সময় কাটান। নারী চিকিৎসকরা রোগীর মতামত জানতে ও পরামর্শ দিতে জীবনযাত্রা, দৈনিক কর্মকাণ্ড, সামাজিক সম্পর্ক, স্ট্রেসের মতো বিষয়ে বেশি প্রশ্ন করেন।

রটার বলেন, “তারা (নারী) তুলনামূলকভবে বেশি সহানুভূতি, উদ্বেগ প্রকাশ করে এবং রোগীদেরকে আশ্বস্ত করে। তারা যেসব শব্দ ব্যবহার করে ও যেভাবে বলে তাতে ইতিবাচকতাই প্রকাশ পায়।”

অন্যদিকে রোগীরাও পুরুষ ও নারী চিকিৎসকের সঙ্গে ভিন্নভাবে কথা বলে। পুরুষ চিকিৎসকের চেয়ে নারী চিকিৎসকের কাছেই রোগীরা তাদের বিভিন্ন মানসিক সামাজিক অভিজ্ঞতা, জীবনধারা, তাদের শারীরিক সমস্যা, যেসব ওষুধ খেতে দেওয়া হয়েছে বা পরীক্ষা করতে দেওয়া হয়েছে, সেসব বিষয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।

নারী চিকিৎসকরা রোগীর সঙ্গে আসা পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করেন অনেক সময়। বয়স্ক রোগীদের ক্ষেত্রে এটা অবশ্য বেশ জরুরি।

সংখ্যাগত দিক থেকে এসব পার্থক্য গুরুত্বপূর্ণ হলেও রটার একইসঙ্গে বলছেন, সব নারী চিকিৎসকই যে পুরুষ চিকিৎসকের চেয়ে ভালো, বিষয়টা এমন নয়।

Exit mobile version