Site icon Health News

‘ডিসেম্বরে সাড়ে ৪ হাজার নতুন চিকিৎসক নিয়োগ’

ডিসেম্বরে জেলা-উপজেলার বিভিন্ন হাসপাতালে সাড়ে ৪ হাজার নতুন চিকিৎসক যোগ দেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‍‍‍“আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার নতুন ডাক্তার যোগ দেয়ার ফলে হাসপাতালগুলোতে আর ডাক্তার সংকট থাকবে না।”

গত চার মাসে দুই হাজার ডাক্তারকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা বিভিন্ন মেডিকেল কলেজে পাঠদানের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা দেবে।

আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের আটটি বিভাগে ১৫তলা বিশিষ্ট আটটি নতুন হাসপাতাল নির্মাণ করার তথ্য জানান মন্ত্রী।

“এসব হাসপাতালের প্রথম ছয় তলায় ক্যান্সার চিকিৎসা এবং এরপর কিডনির অনুমোদন দেওয়া হবে। কারণ কিডনি রোগীদের ডায়ালোসিসের জন্য ঢাকায় যেতে হয়। ডায়ালোসিস করতে গিয়ে অনেক সময় গরীব মানুষ নিঃস্ব হয়ে যায় এবং অনেকে মৃত্যু বরণ করেন। একারণে প্রতিটি জেলায় দশ বেডের কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে।“

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীতে ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলা করার জন্য স্বাস্থ্যবিভাগের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

Exit mobile version