Site icon Health News

ডেঙ্গু থেকে সাবধান

ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সাবধান হওয়ার সময় এসেছে বলে মনে করছেন চিকিৎসকরা।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত জানুয়ারি থেকে গত ২৮ জুলাই পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৯২ জন ভর্তি হন।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গত ২৯ জুলাই আইইডিসিআরে একটি পরামর্শমূলক কর্মশালায় এই তথ্য উপস্থাপনের পর চিকিৎসকরা জ্বর হলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

তারা বলেন, জ্বর হলেই দেরি না করে চিকিৎসক অথবা কাছে স্বাস্থ্য কেন্দ্রে পরামর্শ নিতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং পানি ও পানীয় খাবার গ্রহণ করতে হবে।

চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বিশেষ করে ব্যথানাশক ওষুধ না খাওয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা ।

তারা বলেছেন, ডেঙ্গু জ্বর কমে যাওয়ার পরও রোগীর অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা থাকে, সেরকম কিছু হলে চিকিৎসকের কাছে যেতে হবে। আর যারা দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের ডেঙ্গু শক সিনড্রোম বা হেমোরেজিক ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

জ্বরের সঙ্গে দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণ, ত্বকের নিচে ফুঁসকুড়ির মতো দেখা দেওয়া, বমির সঙ্গে রক্ত বের হওয়াকে ডেঙ্গুর লক্ষণ বলে জানান আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।

ডেঙ্গু প্রতিরোধে দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে নেওয়া এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার উপরও জোর দেওয়া হয় কর্মশালায়।

কর্মশালা পরিচালনা করেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনাও এতে উপস্থিত ছিলেন।

Exit mobile version